সুদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রথম উপায় হলো নিজে প্রতিশ্রুতি রক্ষা করা
সুদ দেয়া ও নেয়াকে কোর’আনে হারাম বলা হয়েছে। আল্লাহ ও তাঁর রাসূল সূদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রশ্ন হলো, সুদের বিরুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করতে পারি?
সুদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রথম উপায় হলো নিজে প্রতিশ্রুতি রক্ষা করা। কারণ, সুদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করা ওতপ্রোতভাবে জড়িত। যে সমাজে মানুষ যতবেশি একে অপরকে অবিশ্বাস করে, সে সমাজে সুদের প্রচলন ততবেশি হয়।
ধরুন, কারো থেকে আমি ৫০০০ টাক ধার নিলাম। যদি প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ে টাকার মালিককে আমি টাকাটা দিয়ে দিতে পারি, তাহলে টাকার মালিকের মনে এই বিশ্বাস জন্মাবে যে, মানুষ টাকা ধার নিলে সময় মতো টাকা ফিরত দেয়। পরবর্তীতে, টাকার মালিক আরেকজনকে টাকা ধার দিতে কোনো আপত্তি করবেন না। এভাবে কোনো সমাজের মধ্যে যখন বিশ্বাস, ভালোবাসা ও প্রতিশ্রুতি রক্ষার নিয়ম থাকবে, তখন মানুষকে ব্যাংক থেকে সুদের বিনিময়ে টাকা ধার নিতে হবে না। কিন্তু, কেউ যখন কারো থেকে টাকা ধার নিয়ে সময় মতো ফিরত দেয় না, তখন টাকার মালিক একজন মুসলিম ব্যক্তির থেকেও বেশি বিশ্বাস করে ইহুদিদের তৈরি ব্যাংক ব্যবস্থাকে। তখনি শুরু হয় সুদের খেলা, সুদের মেলা।
কখনো আমরা যদি কারো থেকে টাকা ধার নিয়ে নির্দিষ্ট সময়ে টাকা ফিরিয়ে দিতে না পারি, তখন বুঝতে হবে আমরা সুদের প্রচলনকে সাহায্য করছি। একইভাবে কেউ যদি সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, তাহলে প্রথমত নিজের প্রতিশ্রুতিকে সবসময় রক্ষা করতে হবে।
14 May 2019 at 03:57 pm