ভারতের সফট পাওয়ার
রবীন্দ্রনাথ নিয়ে আমার কোনও সমস্যা না। তবে ‘আমার সোনার বাংলা’ হলো ইন্ডিয়ার সফট পাওয়ার। ইন্দেরা গান্ধী নিজে এ গানটাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করেছেন।
লীগ যদি আবার কখনো ক্ষমতায় আসে, মনে রাখবেন, ‘আমার সোনার বাংলা’র সফট পাওয়ার দিয়েই ক্ষমতায় আসবে।