স্বাধীনতা কারে কয়?

তেরো, চোদ্দো, পনেরো কোর’আনটাকে ধরো। ষোল, সতের, আঠারো ভালো করে পড়ো। উনিশ, বিশ, একুশ হবে স্বাধীন মানুষ।

এক, দুই, তিন
আমরা কি স্বাধীন?

চার, পাঁচ, ছয়
স্বাধীনতা কারে কয়?
সাত, আট, নয়
দেশ কি মোদের নয়?

দশ, এগারো, বারো
ভয় কি কর কারো?

তেরো, চোদ্দো, পনেরো
কোর’আনটাকে ধরো।
ষোল, সতের, আঠারো
ভালো করে পড়ো।

উনিশ, বিশ, একুশ
আসবে ফিরে হুঁশ।

হবে স্বাধীন মানুষ।।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক