|

কেমন হত?

মানুষ যদি পাখি হত,
তখন কি ভিসা হত?

আমাদের ফেলানীরা
তখন কি গুলি খেত?

বিএসএফ হায়েনারাও
তখন কি মানুষ হত?

দিল্লীর দালালেরা
তখন কি গরু হত?

বাংলার মিডিয়া
তখন কি অন্ধ হত?

মোদের দুঃখ, হাসি না
তখন কি ভারত যেত?

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক