আজব দেশ
আজব দেশের নাম শুনেছি
দাদা-দাদীর মুখে,
সেই দেশটি দেখার খুবই
ইচ্ছা ছিল বুকে।
হঠাৎ একটি দৈত্য এসে
বদলে দিল সব,
মোদের দেশটা হয়ে গেল
একেবারে আজব।
দাদা-দাদীর আজব দেশে
সুখ ছিল না শেষ,
কিন্তু মোদের আজব দেশে
দুঃখের তো নেই শেষ।
বলব তোমায়? আজব দেশের
দুঃখের কাহিনী?
আছে কিনা? আশেপাশে
পুলিশ বাহিনী?
আজব দেশের মানুষেরা
প্যাঁচার পূজা করে,
মঙ্গল শোভা না করলে
পুলিশ তারে ধরে।
মুখের দাঁড়ি বড় হলে
জঙ্গি তারে বলে,
ক্রসফায়ার করে তারে
ফেলে নদীর জ্বলে।
আজব দেশের দুঃখ বলে,
হবে না তো শেষ।
বলতে পার? নাম কি ওটার?
প্রিয় বাংলাদেশ!!