|

আবেগ ও আকল এর ব্যবহার

আবেগ, প্রেম, ভালোবাসা, রাগ, ক্ষোভ, দয়া, মায়া, ক্ষুধা এসব আবেগ সকল প্রাণীর-ই রয়েছে। মানুষের অতিরিক্ত যে জিনিসটা আছে, তা হলো আকল বা বুদ্ধি।

আবেগ ও আকল, দুটি নিয়েই মানুষের পথ চলতে হয়। শুধু আবেগ কিংবা শুধু আকল দিয়ে পথ চলা যায় না।

উদাহরণ স্বরূপ, মানুষকে একটি সাইকেলের সাথে তুলনা করি। আবেগ হলো সাইকেলের প্যাডেল, আর আকল হলো সাইকেলের ব্রেক। প্যাডেলে চাপ না দিলে যেমন সাইকেল সামনে যায় না, তেমনি মানুষের জীবনে ভালোবাসা, রাগ, ক্ষোভ, দয়া, মায়া এসব আবেগ ছাড়া মানুষের জীবন চলে না। একইভাবে, ব্রেক ছাড়া যেমন সাইকেলের পথ ঠিক রাখা যায় না, সাইকেল এক্সিডেন্ট করে; তেমনি আকল ছাড়া মানুষের জীবনের উদ্দেশ্য ও চলার পথ সোজা রাখা যায় না।

দর্শন ও বিজ্ঞান মানুষের আকল বা বুদ্ধি নিয়ে কথা বলে, আবেগ নিয়ে কথা বলে না। কিন্তু ধর্ম মানুষের আবেগ ও আকল দুটি নিয়েই কথা বলে। ধর্ম মানুষের আবেগ ও আকলের মাঝে সমন্বয় সাধন করে মানুষকে সঠিক পথে চালিত করে।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক