|

অধুনিক যুগের শুরু

কেউ কেউ মনে করেন, আধুনিক যুগের শুরু হয়েছে ১৫ বা ১৬ শতাব্দীর পর থেকে। কিন্তু, উইলিয়াম মাভোর [William Fordyce Mavor] সহ অনেক পশ্চিমা ইতিহাসবিদ মনে করেন, মুহাম্মদ (স) এর আগের সময় হলো প্রাচীন যুগ, এবং মুহাম্মদ (স)-এর পরের যুগ হলো আধুনিক যুগ। অর্থাৎ, মুহাম্মদ (স)-এর মাধ্যমেই আধুনিক যুগের সূচনা হয়েছে।

বিশ্বের ইতিহাস লেখার সময় উইলিয়াম মাভোর আধুনিক যুগের শুরু করেছেন রাসূল (স)-এর সময় থেকে। মাভোরের মতে, রাসূল (স)-এর আগমনের পর বিশ্বের ইতিহাস সম্পূর্ণ পালটে যায়। অর্থাৎ, রাসূল (স)-এর কারণে বিশ্বের মানুষ প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করে।

বাকিটা উইলিয়াম মাভোরের “Universal History : Ancient and Modern” থেকেই দেখুন।

32845628_1955826217823974_9178320213626585088_n

বইটি ডাউনলোড করুন এখান থেকে।

 

আরো পোস্ট