মুসলিমরা কিভাবে সারা বিশ্বের আদর্শ হতে পারবে?

মুসলিমরা হলো সারা পৃথিবীর আদর্শ। সারা পৃথিবীর মানুষ যাতে মুসলিমদের অনুকরণ করতে পারে, সে মানের মুসলিম হবার জন্যে আল্লাহ তায়ালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন।

وَكَذٰلِكَ جَعَلْنَاكُمْ اُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَٓاءَ عَلَى النَّاسِ

“তোমাদেরকে আমি মধ্যপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি, যাতে তোমরা সমস্ত মানবজাতির জন্যে সাক্ষ্যদাতা বা আদর্শ হতে পারো।” [সূরা বাকারা – ১৪৩]

মুসলিমরা সমগ্র মানব জাতীর জন্যে আদর্শ হতে হবে। অর্থাৎ, মুসলিমরা প্রতিটি কাজ করার আগে ভাবতে হবে, আমরা যে কাজ করছি, একই কাজ যদি অন্য কেউ আমাদের সাথে করে, তাহলে কি আমরা মেনে নিব? যদি মেনে নিতে পারি, তাহলে সেটাই হবে আমাদের আদর্শ কাজ।

ধরুন, ভারতের হিন্দুরা মুসলিমদেরকে অপমান করে। সেটা দেখে বাংলাদেশের মুসলিমরা যদি কোনো হিন্দুকে অপমান করে, তাহলে এখানে আদর্শ গ্রহণ করা হবে হিন্দুদের থেকে।

মুসলিমদের এমন কাজ করতে হবে, যে কাজ অন্য ধর্মের কেউ করলে মুসলিমদের আপত্তি থাকবে না। তখনি কেবল মুসলিমরা মানব জাতীর জন্যে আদর্শ হতে পারবেন।

মুসলিমরা যদি অন্য ধর্মের মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তাহলে অন্য ধর্মের লোকেরাও মুসলিমদের সাথে সুন্দর ব্যবহার করবে। মুসলিমরা যদি অন্য ধর্মের লোকের ওপর বোমা মারে, তাহলে অন্য ধর্মের লোকেরাও মুসলিমদের ওপর বোমা মারবে। মুসলিমরা যদি অন্য ধর্মের মানুষের নিরাপত্তা প্রদান করে, তাহলে অন্য ধর্মের লোকেরাও মুসলিমদেরকে নিরাপত্তা দিবে। অর্থাৎ, মুসলিমদেরকে আগে তাদের আদর্শ প্রদর্শন করতে হবে, যাতে অন্যরা মুসলিমদের থেকে শিখতে পারে।

আরো পোস্ট