পড়ার সাথে লিখার সম্পর্ক
আমরা অনেক কিছু পড়ি, অনেক কিছু শুনি, কিন্তু লিখি না। অথচ, লিখা ছাড়া জ্ঞান অর্জন হয় না।
কোর’আনের যে ৫টি আয়াত প্রথম নাযিল হয়েছিলো, সেখানেই এ সূত্রটি দেয়া হয়েছে। আল্লাহ বলেন –
اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ – اَلَّذ۪ي عَلَّمَ بِالْقَلَمِۙ
“পাঠ করো। তোমার মহিমান্বিত প্রতিপালক কলমের মাধ্যমে তোমাকে শিক্ষা দিয়েছেন।” [সূরা ৯৬/আলাক – ৩ ও ৪]
দেখুন, উপরোক্ত আয়াতে কেবল পড়ার কথা বলা হয়নি, পড়ার সাথে লিখার কথাও বলা হয়েছে। অর্থাৎ, বই পড়লেই বা লেকচার শুনলেই জ্ঞান অর্জন হয় না। জ্ঞান অর্জন হয় যখন পঠিত বিষয়ে আমরা চিন্তা করি, এবং আমাদের চিন্তাকে লিখিত রূপ দান করি।