এরদোয়ানের প্রিয় বই

এরদোয়ানকে এক মেয়ে প্রশ্ন করেছেন, “কোন কোন বই পড়ে আপনার রাজনৈতিক চিন্তা গঠন হয়েছে?”

এরদোয়ান দুটি বইয়ের নাম বললেন। একটি কবিতার বই, অন্যটি সূফী বই। প্রথম বইটির নাম সাফাহাত, লিখেছেন মুহাম্মদ আকিফ। আর দ্বিতীয় বইটির নাম ইদোলোজয়া ওরগুসু (ideodocya örgüsü), লিখেছেন নেজিপ ফাজেল।

প্রথম বইয়ের লেখক কবি আকিফকে আমাদের দেশের ফররুখ কিংবা পাকিস্তানের ইকবালের সাথে তুলনা করা যায়। আর, নেজিপ ফাজেলের বইটাকে জালাল উদ্দিন রূমির মসনবীর সাথে তুলনা করা যায়।

দেখুন, এরদোয়ানের মতো একজন মানুষের রাজনৈতিক চিন্তা তৈরি করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে একটি কবিতার বই এবং একটি সূফি বই। অথচ, বাংলাদেশি ইসলামিস্টরা মনে করেন, কবিতা এবং সূফীতত্ত্ব দিয়ে রাজনীতি হয় না।

আরো পোস্ট