জ্ঞান অর্জনের একমাত্র পথ বই নয়

জ্ঞান অর্জনের একমাত্র পথ বই নয়। বই ছাড়াও নানাভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি।

ধরুন, আমরা একটি বই পড়লাম। বইয়ের প্রতিটি শব্দ ও প্রতিটি লাইন আমরা মনে রাখতে পারি না। কিংবা বইয়ের অনেকগুলো চিন্তা বই পড়ার সাথে সাথেই আমরা ভুলে যাই। তাহলে কষ্ট করে একটা বই পড়ে আমাদের কি লাভ হয়? উত্তর হলো, বই পড়ে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়।

একটা বই পড়ে যেমন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারি, তেমনি একজন মানুষের সাথে থেকে, কিংবা একজন মানুষের সাথে কথা বলেও আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। অথবা, সামাজিক কোনো ঘটনা দেখে বা শুনেও আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি।

জ্ঞান অর্জনের জন্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই হচ্ছে প্রধান, বই পড়া নয়।

আরো পোস্ট