সুখী হবার উপায় কী?
সুখ কি?
মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, অনেক কিছুই করতে মন চায় মানুষের। যখন যে কাজটি করতে মন চায়, সে কাজটি করতে পারার নাম সুখ নয়। সুখ হচ্ছে জীবনের প্রতিটি কাজকে অর্থবহ করে তোলা।
মানুষের টাকা-পয়সা ও ক্ষমতা থাকলে, মানুষ অনেক কিছুই করতে পারে; কিন্তু কৃত সকল কাজকে অর্থবহ করতে পারে না। যে কোনো কাজে যখন নিজের ও অন্যের উপকার হয়, তখনি সে কাজটি অর্থবহ হয়ে উঠে।
একজন মানুষ জীবনে খুব সামান্য কিছু কাজ করলেও যদি প্রতিটি কাজকেই অর্থবহ করতে পারে, তাহলেই মানুষ সুখী হতে পারে।