১৫ আগষ্টে কোন দিবস পালন করবেন? – মাওলানা রূমি
১৫ আগস্ট বাংলাদেশে কারো মৃত্যুবার্ষিকী এবং কারো জন্মবার্ষিকী। মৃত্যুবার্ষিকী-ওয়ালারা জন্মবার্ষিকী-ওয়ালাদেরকে সহ্য করতে পারে না, আবার, জন্মবার্ষিকী-ওয়লারা মৃত্যুবার্ষিকী-ওয়ালাদের সহ্য করতে পারে না। ফলে, এ নিয়ে অনেক তর্কাতর্কি হয়, কখনো কখনো মারামারি এবং রক্তারক্তিও হয়।
এ সমস্যার সমাধান দিয়েছেন আল্লামা জালাল উদ্দিন রূমি। তাঁর মৃত্যুবার্ষিকীকে বলা হয় “শব্বে আরুজ” বা জন্মের রাত্রি বা জন্মবার্ষিকী। কারণ, জালাল উদ্দিন রূমি মনে করতেন, মৃত্যু জীবনের শেষ নয়, বরং মৃত্যুর মাধ্যমে অন্য একটি জীবনের সূচনা ঘটে। তাই রূমির অনুসারীগণ তাঁর মৃত্যুবার্ষিকীকে জন্মবার্ষিকী হিসাবে পালন করেন।
আল্লামা রূমির মতো আমরাও চাইলে কারো কারো মৃত্যুবার্ষিকীকে জন্মবার্ষিকী হিসাবে পালন করতে পারি।