নারীরা বেশি কথা বলে কেন?

টার্কি ভাষা শেখার সময় আমাদের শিক্ষকেরা সবাই ছিলেন নারী। আমি ভাবতাম, পুরুষের কি অভাব হয়েছে? এখানে এত নারী শিক্ষক কেন?

কিছুদিন পর বিষয়টি ভালোভাবে বুঝতে পারলাম।

যে কোনো ভাষা শেখার চেয়ে শেখানোটা বেশি কষ্টকর। যিনি ভাষা শিক্ষা দেন, তাঁকে প্রচুর কথা বলতে হয় এবং অসম্ভব রকম ধৈর্য ধারণ করতে হয়। কিন্তু, পুরুষেরা এতবেশি কথা বলতে পারে না, তাদের মাথা ব্যথা শুরু হয়। ফলে, ভাষা শিক্ষা দেয়ার জন্যে নারীরাই অগ্রগণ্য।

পুরুষেরা প্রায়ই অভিযোগ করেন, “নারীরা বেশি কথা বলে, সারাক্ষণ কানের কাছে এসে প্যান প্যান করে”।

শুনুন,

আমাদের মায়েরা যদি বেশি কথা না বলতেন, তাহলে আমি বা আপনি কেউ ভাষা শিখতে পারতাম না।

আরো পোস্ট