আল্লাহর ওলী কে?
ইমাম গাজালী রাসূল (স) থেকে বর্ণনা করেন,
রাসূল (স)-কে জিজ্ঞাস করা হয়েছিলো, আল্লাহর ওলী কে?
রাসূল (স) বললেন, “প্রত্যেক মুমিন ব্যক্তিই আল্লাহর ওলী।” এরপর তিনি বলেন, “তুমি এই আয়াত শুনোনি, আল্লাহ বলেন, “যারা ইমান এনেছে, আল্লাহ তাঁদের ওলী।” [২:২৫৮]
——
قال الأعرابي ومن أولياء الله تعالى قال المؤمنون كلهم أولياء الله تعالى أما سمعت قول الله عز وجل {الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور} وفي بعض الأخبار المؤمن أفضل من الكعبة
[إحياء علوم الدين 4/ 149]