নফস ও রূহের পার্থক্য
মানুষের মধ্যে প্রায় একই রকমের দুটি সত্তা থাকে। রুহ ও নফস। রূহ শব্দমূল থেকে আরবি অন্য একটি শব্দ, রীহ গঠিত; যার অর্থ হলো বাতাস। আর, নফস শব্দের অর্থ হলো শ্বাস-প্রশ্বাস। সুতরাং, রূহ ও নফস দুটি একই জাতীয় সত্তা, কিন্তু দুইয়ের মাঝে পার্থক্য রয়েছে।
রূহ হলো ঐশী সত্তা, এবং নফস হলো পার্থিব সত্তা। রূহ মানুষকে ভালো কাজের প্রতি আহবান করে, কিন্তু নফস মানুষকে খারাপ কাজের প্রতি আহবান করে।
রূহের সংস্পর্শে এসে নফস যদি নিজেকে সংশোধন করতে পারে, তখন নফসের নাম হয় নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা। কেবল প্রশান্ত আত্মাই জান্নাতে প্রবেশ করতে পারবে, সকল নফস জান্নাতে প্রবেশ করতে পারবে না।
প্রতিটি রূহ আল্লাহর কাছ থেকে আসে, এবং তার কাছেই ফিরে যায়। কিন্তু নফসকে পৃথিবীর পরবর্তী জীবনে জান্নাতে বা জাহান্নামে যেতে হয়।
৮/১২/২০১৮