ভালোবাসার খেলায় হেরে যাওয়া মানেই জিতে যাওয়া
ভালোবাসা ফুটবল খেলার মতো নয়। ফুটবল খেলায় একপক্ষ জিতা মানে অন্য পক্ষের হেরে যাওয়া। কিন্তু, ভালোবাসা এমন একটি খেলা, যে খেলায় নিজেও জিততে হয়, আবার প্রতিপক্ষকেও জয়ী হবার সুযোগ দিতে হয়।
ভালোবাসা কোনো বিতর্ক প্রতিযোগিতাও নয়। বিতর্ক প্রতিযোগিতায় অন্যের কথাকে খণ্ডন করতে পারলেই মানুষ আনন্দ পায়। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে প্রতিপক্ষের কথাকে খণ্ডন করতে পারলে সাময়িক আনন্দ পাওয়া গেলেও দীর্ঘ মেয়াদী দুঃখের শুরু হয়।
ভালোবাসার ক্ষেত্রে ছেলেরা হরহামেশা এই ভুলটি করে। প্রতিপক্ষ নারীর কথাকে খণ্ডন করতে পারলে ছেলেরা এক ধরণের আনন্দ পায়। অথচ, ছেলেদের এমন মানসিকতার কারণে যে কোনো মধুর সম্পর্কেও ফাটল সৃষ্টি হয়।
ভালোবাসার খেলায় জয়ী হবার মূল সূত্র হলো হেরে যাওয়া। নিজের কথাকে অকাট্য প্রমাণ করে বিতর্কে জিতার যে মানসিকতা ছেলেদের রয়েছে, তা ভালোবাসার ক্ষেত্রে বিপদ ডেকে আনে।
ভালোবাসার খেলায় হেরে যাওয়া মানেই জিতে যাওয়া।
২/১২/২০১৯