বাঙ্গালিদের সম্পর্কে দাউতউলু বলেন
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী দাউতউলু-এর একটি সেমিনারে তাঁকে প্রশ্ন করেছিলাম – মুসলিম সভ্যতার পতনের কারণ কি?
এর জবাব দিতে গিয়ে তিনি বাংলাদেশের কথাও তুলে ধরেন। তাঁর কথার সারমর্ম হলো – বাঙ্গালিরা এক সময় বিশ্বের উন্নত এক সভ্যতার অধিকারী ছিলো। বাংলার বস্ত্রশিল্পের ঐতিহ্য ছিলো বেশ প্রাচীন। বাংলার সুতিবস্ত্র রোম ও চীন সাম্রাজ্যে রপ্তানি করা হতো। কিন্তু, ব্রিটিশ ঔপনিবেশিক শাসকেরা বাংলা দখল করার পর, বাঙ্গালীদের সেই সভ্যতা ধ্বংস করে দেয়। বাঙ্গালীদের মসলিন কাপড় উৎপাদন বন্ধ করার জন্য ব্রিটিশরা বাঙ্গালী তাঁতিদের হাত কেটে দেয়।
তারপরেও বাঙ্গালী মুসলিমরা আবার ফিরে দাঁড়াতে পারতো। কিন্তু, বাঙালি মুসলিমদের জন্যে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, ব্রিটিশরা বাঙ্গালীদের মানসিকতা পরিবর্তন করে দেয়, এবং বাঙ্গালিদেরকে ব্রিটিশদের মানসিক দাশে পরিণত করে। ফলে, বাঙ্গালিরা আর ফিরে দাঁড়াতে পারেনি।
মুসলিমরা তাদের সভ্যতা গড়ার পূর্বশর্ত হলো ঔপনিবেশিক মানসিকতার পরিবর্তন করা।
২৫/১০/২০১৮