ভারতের সাথে সুলাইমানের কৌশল
ভারতের সাথে খেলতে হলে আমাদের সফট পাওয়ার বাড়াতে হবে। সুলাইমান (আ) যেমনটা করেছিলেন।
.
সাবা রাণীকে সুলায়মান (আ.) বললেন, ‘প্রাসাদের ভেতরে আসুন।’ (কুরআন ২৭:৪৪)
.
সাবা রাণী দেখলেন, প্রাসাদের মেঝেতে স্বচ্ছ পানি রয়েছে। তিনি ভাবলেন, পানি মাড়িয়ে তাকে প্রাসাদে যেতে হবে। এটা ভেবে তিনি তাঁর জুতা খুলে নিলেন।
.
সুলায়মান (আ.) বললেন, ‘আরেহ! এটা তো পানি নয়, এটি কাঁচ।’
.
সাবা রাণী তাঁর অজ্ঞতা বুঝতে পারলেন, সুলায়মানের প্রযুক্তিগত উন্নতি দেখে মুগ্ধ হলেন এবং সুলায়মান (আ.)-এর কাছে আত্মসমর্পণ করলেন।
.
সুলায়মান (আ.) তাঁর সৈন্যবাহিনীর শক্তি প্রদর্শন করে সাবা রাণীকে আত্মসমর্পণ করাননি; বরং সফট পাওয়ার দেখিয়ে তাঁকে আত্মসমর্পণ করিয়েছেন।
.
ভারতের সাথে রাজনৈতিক খেলা খেলতে হলে আমাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে।