আগের যুগের মানুষ কেমন ছিলো? ভালো না মন্দ?
আগের যুগ কি ভালো না মন্দ ছিলো, এ নিয়ে খ্রিস্টধর্ম এবং মার্ক্সবাদ একে অপরের বিপরীত অবস্থান গ্রহণ করে।
খ্রিস্টধর্মের ধারণা – মানুষ স্বভাবগতভাবেই পাপী। মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতেই ঈসা (আ) পৃথিবীতে এসেছিলেন। সুতরাং, ঈসা (আ)-কে প্রভু হিসাবে মেনে নিলেই মানুষ পাপ মুক্ত হয়ে যাবে।
মার্ক্সবাদের ধারণা – মানুষ স্বভাবগতভাবে খুবই ভালো। আদিকালের মানুষগুলো খুবই ভালো ছিলো। তাঁদের মতো হতে পারলেই মানুষের সুখ-শান্তি ফিরে আসবে।
উপরোক্ত দুটি ধারার মধ্যবর্তী অবস্থানে রয়েছে ইসলাম। ইসলামের মতে, মানুষ স্বভাবগতভাবে নিউট্রাল বা নিরপেক্ষ। ভালো ও খারাপের মধ্যবর্তী। ভালো কাজ করলে মানুষ সৃষ্টির সেরা জীব হতে পারে, আর খারাপ কাজ করলে মানুষ পশুর চেয়েও নিচে চলে যায়। আদিম মানুষদের মাঝে হাবিলও ছিলো, কাবিলও ছিলো। অর্থাৎ, আগের মানুষ ভালোও ছিলো, আবার মন্দও ছিলো। তাই, আগের যুগে ভালো যেমন ছিলো, খারাপও তেমন ছিলো।