মেয়ে দেখার সেকেলে পদ্ধতি

আগেকার যুগে, মুরব্বীরা মেয়ে দেখতে গেলে দুটি কথা বলতেন –

১ – “মা, একটু কোর’আন পড়ে শুনাও তো…”

২ – “মা, তোমার ঠিকানাটা লিখে দাও তো…”

সত্যি বলতে, এ দুটি প্রশ্নের গুরুত্ব অনেক বেশি।

যাদের কোর’আন পড়া সুন্দর, তাঁরা তাদের ছেলে-মেয়েদেরকেও সুন্দর করে কোর’আন শিখাতে পারে, যা দুনিয়া ও আখিরাতে জন্যে কল্যাণকর।

আর, যাদের হাতের লেখা সুন্দর, তাঁরা সাধারণত মেধাবী হয়ে থাকে, ফলে ছেলে-মেয়েও মেধাবী হবার সম্ভাবনা থাকে। যেমন ধরুন, মায়ের লেখা সুন্দর হলে, বাচ্চাদের লেখাও সুন্দর হবে। আর, লেখা সুন্দর হলে স্কুলে নম্বর বেশি পাবে। এটা হলো মেধাবী হবার সূচনা।

আরো পোস্ট