স্বাধীনতার মানে…
স্বাধীন হতে চাই বলে, আকাশের দিকে মাথা উঁচু করে মুক্ত চলা পাখীটির দিকে তাকিয়ে থাকি। একটু পর দেখি, স্বাধীন মুক্ত একা পাখীটিও অন্য পাখীদের দলে ভিড়ে গেছে। সেও এখন চলছে নিয়ম মেনে, সব পাখীদের সাথে, একসাথে।
আচ্ছা, একসাথে চলা কি স্বাধীনতা নয়? নিয়ম মেনে চলা কি পরাধীনতা?
ঐ যে বিশাল আকাশের সূর্যটি দেখি। সে কি স্বাধীন, না, সেও নিয়মের-ই অধীন? ঐ যে লক্ষ্মী চাঁদ, গ্রহ, নক্ষত্র; সবাই কি স্বাধীন? না, তারাও অধীন?
আসলে স্বাধীনতা অর্থ মানিয়ে নেয়া। ভালোবাসা ও সৌন্দর্যের জন্যে নিয়ম চলাই স্বাধীনতা। ভালোবাসাহীন মুক্ত স্বাধীনতা মানে বিষণ্ণতা।
মুক্ত-স্বাধীন একা পাখীটিও যখন কিছু নিয়ম মেনে দলের সাথে ভিড় করে, তখনি আকাশের সৌন্দর্য বৃদ্ধি পায়। একা চলা স্বাধীন পাখীটির দিকে তাকিয়ে থাকার চেয়েও দলবদ্ধ ছুটে চলা পাখীদের দিকে তাকিয়ে থাকতেই বেশি আনন্দ, বেশি ভালো লাগে আমাদের।