মানুষে মানুষে সমতা বিধানে গণতন্ত্রের চেয়ে ধর্ম অধিক কার্যকারী
কেবল গণতন্ত্র সব মানুষকে সমান বানিয়ে দিতে পারে না। চার-পাঁচ বছর পর একদিন দেশের সকল মানুষ একটা কাগজে একটা সিল মেরে দিলেই সব মানুষ সমান হয়ে যায় না। চার-পাঁচ বছর পরে একটা ভোট দিতে পারলেই পৃথিবীর সব ধনী ও গরীব সমান হয়ে যায় না, সব মূর্খ ও জ্ঞানী সমান হয়ে যায় না, অফিসের বস ও কর্মচারী সব সমান হয়ে যায় না।
মানুষকে সমান মর্যাদা প্রদানের ক্ষেত্রে গণতন্ত্রের চেয়ে হাজারগুণ বেশি কার্যকারী হলো ধর্ম। গণতন্ত্র যেখানে চার-পাঁচ বছর পরে একদিন দুই-তিন মিনিটের জন্যে সব মানুষকে সমান মর্যাদা দেয়ার চেষ্টা করে, সেখানে ধর্ম প্রতিদিন পাঁচবার নামাজের সময়ে সব মানুষকে সমান মর্যাদা প্রদান করে। নামাজের মধ্যে ধনী-গরিব, মূর্খ-জ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ, মুমিন-মুনাফিক সবাই একই স্থানে বসতে পারে।