“করোনাজয়ী করুণার আম্মু”!!

“মানবতার আম্মুর” দুটি কমন ডায়লগ আছে।

যখন সরকারের অবহেলার কারণে আগুনে পুড়ে, ভবন ধসে বা প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ মারা যায়, তখন তিনি একটু কান্না-কান্না ভাব নিয়ে মিডিয়ার সামনে এসে বলেন, “স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে আর বেশী কে বুঝে?”

আর, যখন জনগণ নিজের প্রচেষ্টায় সুখ-শান্তি অর্জন করে, তখন জনসমাবেশ করে বলে, “এই যে আপনারা এত সুখী, তা আপনাদের কে দিয়েছে? আমার সরকার দিয়েছে।”

করোনাভাইরাসে হাজার হাজার মানুষ যখন মারা যাবে, তখন সরকারি কোনো ব্যবস্থা না নিয়ে তিনি কান্না-কান্না ভাব নিয়ে মিডিয়ার সামনে এসে বলবেন, “আপনাদের স্বজন হারানোর ব্যথা সবচেয়ে বেশী বুঝি আমি”।

এরপর, কিছু জনগণ মরে-টরে, আরো কিছু জনগণ নিজের চেষ্টায় বেঁচে থাকলে, তখন একটা জনসমাবেশ করে বলবেন, “এই যে করোনাভাইরাসকে দেশ থেকে বিতাড়িত করেছি, সেটা কে করেছে? আমিই করেছি।”

তখন হয়তো কিছু মন্ত্রী ও চাটুকার “মানবতার আম্মুর” নতুন উপাধি দিবে “করোনাজয়ী করুণার আম্মু”।

22 March 18:28pm 2020

আরো পোস্ট