রাসূল (স) কে সাহাবিরা যে ভাবে অনুসরণ করতেন
রাসূল (স) সাহাবিরা প্রধানত দুই ধরণের ছিলেন। কেউ অক্ষরে অক্ষরে রাসূলকে (স) অনুসরণ করতেন, এবং কেউ রাসূলের কথার উদ্দেশ্য আগে বুঝে তারপর সেটা অনুসরণ করতেন। এ কারণে, রাসূলের কিছু সাহাবিকে বলা হয় মুহাদ্দিস সাহাবি, কিছু সাহাবিকে বলা হয় ফকিহ সাহাবি। যেমন, ইবনে ওমর, আবু সাইদ আল খুদরি, আবু জর, আবু দারদা, জাবের বিন আবদুল্লাহ উনারা ছিলেন মুহাদ্দিস সাহাবি। অন্যদিকে উম্মুল মুমিনিন আয়েশা, আবদুল্লাহ ইবনে মাসুদ, ইবনে আব্বাস উনারা ছিলেন ফকিহ সাহাবি। যারা রাসূলের সাথে বেশি সময় কাটাতেন তারা সাধারণত রাসূলকে আক্ষরিক অনুসরণ না করে বরং উদ্দেশ্য বুঝে অনুসরণ করতেন।
যেমন, রাসূল (স) বলেন –
“يبعث الميت بثيابه الذي مات فيها”
“কোনো ব্যক্তি যে পোষাকে মৃত্যু বরণ করবে, তাকে সে পোষাকেই (কেয়ামতের দিন) উঠানো হবে”
এ হাদিসটি আমল করার জন্যে আবু সাইদ আল খুদরি (রা) ইন্তেকাল করার আগে নতুন একটা পোশাক তাঁকে পরিয়ে দেয়ার জন্যে বলেন।
কিন্তু আয়েশা (রা)-এর মতে, এখানে ‘পোশাক’ শব্দটি আক্ষরিক অর্থে , এখানে ‘পোশাক’ মানে হলো তাকওয়া বা আমল।
এভাবে অনেক হাদিসের ক্ষেত্রেই দেখা যায়, একই হাদিস দুই জন সাহাবি দুইভাবে বুঝেছেন।
25 February 3:20 pm 2020