ইমাম মালিক কে লেখা ওমরি সুফির চিঠি

ইমাম মালিকের সময়ে ওমরি নামে এক সুফি ছিলেন। তিনি ইমাম মালিককে একটি চিঠি লিখেন এভাবে –

“আপনার সম্পর্কে শুনেছি, আপনি অনেক বড় আলেম। কিন্তু আপনার এসব কাজ দ্বারা আল্লাহকে জানা এবং রাসুলের অনুসরণ করা সম্ভব নয়। আপনি খামোখা কাজ নিয়ে পড়ে আছেন। এসব ফিকাহ-নিয়ম-কানুন দিয়ে আল্লাহকে জানা যায় না। আপনি জনগণের কাছ থেকে দূরে এসে আল্লাহকে খুঁজুন, তবেই আল্লাহকে পাবেন।”

সুফির জবাবে ইমাম মালিক বলেন –

“আমাকে চিঠি দেয়ায় আপনাকে অনেক ধন্যবাদ। তবে জেনে রাখুন, আল্লাহর কাছে পৌঁছাবার অসংখ্য পথ রয়েছে। আল্লাহর নিকট পৌঁছানোর জন্যে আল্লাহ প্রতিটি মানুষকে আলাদা আলাদা পথ নির্দেশ করেছেন। আপনাকে আল্লাহ সুফির পথ দেখিয়েছেন, আমাকে আল্লাহ ফিকাহের পথ দেখিয়েছেন। কিন্তু কোনো পথই একটির চেয়ে অন্যটি বেশি মর্যাদার নয়।”

সূত্র Prof. Dr. Ömer Türker I İslam Düşüncesi’nin Teşekkülü ve Felsefi İlimlerin Ortaya Çıkışı, 42 dakıka

20 February 4:32pm2020

আরো পোস্ট