কোরআনে বর্ণিত ‘জালেম ও মাজলুম’

সর্বহারা ও বুর্জোয়া এ ধারণাটি বামপন্থীদের। এর সাথে সামঞ্জস্য ইসলামের ধারণাটা হলো জালেম ও মাজলুম। ফরহাদ মজহার ভাই সহ কেউ কেউ ‘সর্বহারা ও বুর্জোয়া’ শব্দদ্বয় ব্যবহার না করে ‘জালেম ও মাজলুম’ শব্দদ্বয় ব্যবহার করেন। এতে অনেক ইসলামপন্থী নাখোশ। অথচ, জালেম ও মজলুমের ধারণাটা কোর’আনে খুবই শক্তিশালীভাবে আছে।

যেমন, আল্লাহ বলেন –

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ

“আমি ইচ্ছে করলাম, সে দেশে যাদেরকে দুর্বল (সর্বহারা) করা হয়েছে, তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে ও তাদেরকে দেশের উত্তরাধিকারী করতে।” [সূরা ২৮/কাসাস – ৫]

এ আয়াত থেকে কয়েকটা বিষয় স্পষ্ট।

১) এখানে দুইটা শ্রেণীর কথা বলা হয়েছে। একটি সর্বহারা বা দুর্বল শ্রেণী, অন্যটি ক্ষমতাশীল শ্রেণী। অন্যভাবে বললে, একটি মজলুম শ্রেণী, অন্যটি জালিম শ্রেণী।

২) জালিমের বিরুদ্ধে মজলুমকে আল্লাহ সহযোগিতা করতে চান, এবং দেশের ক্ষমতায় বসাতে চান।

৩) আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী, কৃষক-শ্রমিক বা দুর্বল জনগোষ্ঠীর প্রতি নজর দেই না, অথচ দুর্বল জনগোষ্ঠীকে শক্তিশালী করার জন্যে আল্লাহ বলছেন।

9 February at 6:54 pm 2020

আরো পোস্ট