খারেজিদের কিছু বৈশিষ্ট্য
আলী (রা)-কে হত্যা করেছিলো খারেজিরা। সংক্ষেপে তাদের বৈশিষ্ট্য হলো –
১) নিজেদের দলের বাইরে সবাইকে কাফির বলা।
২) মুসলিমদেরকে কাফের আখ্যা দিয়ে হত্যা করা, এবং তাদের সম্পত্তি নিজেরা ভোগ করাকে হালাল মনে করা।
৩) খারেজিদের সাথে অমুসলিমদের কোনো দ্বন্দ্ব নেই। তাদের সকল বিরোধিতা অন্য মুসলিমদের বিরুদ্ধে।
৪) খারেজিদের কাজে ও কর্মে সারাক্ষণ ইসলাম থাকে। দূর থেকে তাদেরকে সাধারণ মুসলিমদের থেকে বড় মুসলিম মনে হয়।
৫) সংগঠন হিসাবে খারেজিদের বর্তমানে পাওয়া যায় না, কিন্তু চিন্তাগতভাবে খারেজিদের চিন্তা এখনো বিদ্যমান। তাই রাজনৈতিক ও অরাজনৈতিক সব ইসলামী দলেই খারেজিদের দেখা পাওয়া যায়।
৬) মুসলিমদের পতনের যুগ শুরু হবার সাথে সাথে খারিজিদের উৎপত্তি শুরু হয়। প্রথম খারিজিদের উৎপত্তি হয় সাহাবীদের সাথে সাহাবীদের (সিফফিনের) যুদ্ধে।
৭) খারেজিরা ছিলো নতুন মুসলমান হওয়া লোক। জ্ঞানের অভাবে ইসলামের সামগ্রিক চিত্র তারা দেখতে পেতো না।
9 February at 3:31pm 2020