যে জ্ঞান অর্জন করতে অনেক টাকা লাগে, সে জ্ঞান মানুষের জন্যে খুব প্রয়োজনীয় নয়।
অনেকে বলেন, সস্তার তিন অবস্থা। এ কথাটা ঠিক নয়।
মানুষের সবচেয়ে বেশি দরকারি জিনিস সবচেয়ে সস্তায় পাওয়া যায়। যেমন ধরুন, গোস্ত, ভাত, পানি ও বায়ু। এ চারটি জিনিসের মধ্যে সবচেয়ে দামী গোস্ত; কিন্তু মানুষ গোস্ত না খেয়ে এক জীবন পার করে দিতে পারে। এরপর, গোস্তের চেয়ে ভাতের দাম কম; কিন্তু গোস্তের চেয়ে ভাত বাঙালির বেশি প্রয়োজন। এরপর, ভাতের চেয়ে পানির দাম কম; কিন্তু মানুষ ভাত না খেয়ে এক সপ্তাহ থাকতে পারলেও পানি না খেয়ে এক সপ্তাহ থাকতে পারে না। একইভাবে, পানির চেয়ে বায়ুর দাম কম; মানুষ পানি না খেয়ে একদিন থাকতে পারলেও বায়ুর বা অক্সিজেনের অভাবে এক ঘণ্টাও বাঁচতে পারে না। সুতরাং, এটা ঠিক নয় যে, সস্তা মানেই খারাপ। বরং সস্তা জিনিস-ই মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন।
কেবল খাবারের ক্ষেত্রে নয়; জ্ঞানের ক্ষেত্রেও একই কথা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জ্ঞান পাওয়া যায় সবচেয়ে সস্তায়। যেমন কোর’আনের জ্ঞান। যে জ্ঞান অর্জন করতে অনেক টাকা লাগে, সে জ্ঞান মানুষের জন্যে খুব প্রয়োজনীয় নয়।
8 December 2019 at 01:11pm