আল্লাহ তায়ালা কিভাবে নবী রসূলদের সাথে কথা বলেন?
আল্লাহ তায়ালা কিভাবে নবী রসূলদের সাথে কথা বলেন? তিনি কি মানুষের মতো কথা বলেন? মানুষের তৈরি অক্ষর ও শব্দের সাহায্যে কথা বলেন? তিনি কি মানুষের আবিষ্কৃত ভাষার মুখাপেক্ষী? আল্লাহর ভাষা কি আরবি?
আল্লাহ তায়ালা মানুষের মতো কথা বলেন না। মানুষ সাধারণত তিনটি স্টাইলে মনের ভাব প্রকাশ করে। ১) কণ্ঠের মাধ্যমে আওয়াজ করে। ২) অক্ষরের মাধ্যমে লিখে লিখে। এবং ৩) শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে, বা ইশারা-ইংগিতে।
উপরোক্ত তিনটি উপায়ে আল্লাহ তায়ালা কথা বলেন না। প্রথম কারণ, আল্লাহ অপরিবর্তনশীল, এবং তাঁর ভাষাও অপরিবর্তনশীল; কিন্তু মানুষের ভাষা সর্বদা পরিবর্তনশীল, এর শুরু ও শেষ আছে। যা কিছু পরিবর্তনশীল, তা আল্লাহর ভাষা হতে পারে না।
দ্বিতীয় কারণ, ভাষা মানুষের সৃষ্টি। অক্ষর, শব্দ, উচ্চারণ সব মানুষের তৈরি। মানুষের তৈরি ভাষা ও শব্দের প্রতি আল্লাহ তায়ালা মুখাপেক্ষী নন। তাই আল্লাহ তায়ালা মানুষের পদ্ধতিতে কথা বলেননা।
অর্থাৎ, নবী ও রাসূলদের সাথে আল্লাহ তায়ালা কোনো ভাষা, অক্ষর, শব্দ বা আওয়াজ ছাড়াই কথা বলেন। যেমন, কোর’আন আল্লাহর বাণী। কিন্তু, কোরআনের যে লিখিত রূপ আমরা দেখি, এবং যে তেলোয়াত আমরা শুনি, তা মানুষের সৃষ্টি।
ইমাম আবু হানিফা বলেন –
واالقرآن كَلَام الله تَعَالَى فِي الْمَصَاحِف مَكْتُوب وَفِي الْقُلُوب مَحْفُوظ وعَلى الألسن مقروء وعَلى النَّبِي عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام منزل ولفظنا بِالْقُرْآنِ مَخْلُوق وكتابتنا لَهُ مخلوقة وقراءتنا لَهُ مخلوقة وَالْقُرْآن غير مَخْلُوق
“কোর’আন আল্লাহ তায়ালার বাণী, মুসহাফগুলোর মধ্যে লিপিবদ্ধ, হৃদয়গুলোর মাঝে সংরক্ষিত, জিহ্বাসমূহের দ্বারা পঠিত, এবং রাসূলুল্লাহ (স)-এর উপর অবতীর্ণ। কুর’আনের জন্যে উচ্চারিত শব্দগুলো সৃষ্ট, কুর’আনের জন্যে আমাদের লিখিত বইটি সৃষ্ট, আমাদের তেলোয়াত সৃষ্ট, কিন্তু কুর’আন সৃষ্ট নয়।” [ফিকহুল আকবর]
ইমাম গাজালী বলেন –
أنه سبحانه وتعالى متكلم بكلام وهو وصف قائم بذاته ليس بصوت ولا حرف بل لا يشبه كلامه كلام غيره كما لا يشبه وجوده وجود غيره والكلام بالحقيقة كلام النفس [إحياء علوم الدين 1/ 109]
“আল্লাহ তায়ালা কথা বলেন, এবং তাঁর কথা তাঁর সত্তার সাথে সম্পর্কযুক্ত। (অর্থাৎ, আল্লাহ তায়ালার কথা তাঁর মতোই অপরিবর্তনশীল)। আল্লাহর কথার কোনো আওয়াজ নেই, কোনো অক্ষরও নেই। আল্লাহর কথার সাথে অন্য কারো কথার মিল নেই; যেমনি তাঁর সত্তার সাথে অন্য কোনো সত্তার মিল নেই। আসলে মনের কথাই হলো আসল কথা।” [এহইয়াউ উলুমুদ্দিন, ১ম খণ্ড, ২২৫]
ইমাম আবু হানিফা ও ইমাম গাজালীর উক্তি থেকে উপরোক্ত সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। অর্থাৎ, আল্লাহ তায়ালা আরবি ভাষায় অথবা কোনো আওয়াজ বা লিখিত অক্ষরের মাধ্যমে নবী রাসূলদের সাথে কথা বলেননি। বরং নবী-রাসূলদের অন্তরে আল্লাহ তায়ালা তাঁর বাণী ঢেলে দিয়েছেন। এবং নবী-রাসূলরা তাঁদের প্রচলিত ভাষা অনুযায়ী আল্লাহর বাণীকে শব্দ ও অক্ষরে প্রকাশ করেছেন।
12 July 2019 at 5:29pm