আল্লাহকে বিশ্বাস করা সহজ, কিন্তু আখিরাতকে বিশ্বাস করা কঠিন

যদিও আল্লাহকে বিশ্বাস করা মানেই আখিরাতকে বিশ্বাস করা। তবুও মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না। মানুষ আল্লাহকে বিশ্বাস করে নামাজ-রোজা করে, কিন্তু একই সাথে আবার দুর্নীতিও করে। যদি কেউ আখিরাতকে বিশ্বাস করতে পারে, তাহলে সে অন্য মানুষের সাথে অন্যায়, জুলুম বা দুর্নীতি করতে পারে না।

একদিন সকল জুলুম ও অন্যায়ের প্রতিশোধ নেয়া হবে, এটা বিশ্বাস করার নামই আখিরাত। কিন্তু এ বিশ্বাস অনেক মুসলিমের নেই। যারা নিজেকে মুসলিম বলেন, এবং দাড়ি-টুপি-হিজাব পরেন, তাদের মধ্যেও অনেকে আখিরাতকে বিশ্বাস করেন না।

মানুষের মূল্যবোধ জরিপ করে বিশ্বের যেসব সংগঠন, তাদের মধ্যে প্রসিদ্ধ একটি সগঠনের নাম হলো World Values Survey । বাংলাদেশকে নিয়ে তারা একটি জরিপ করেছিল অনেক আগে, কমেন্টে জরিপের মূল লিঙ্কটি দিয়ে দিয়েছি। ঐ জরিপটি থেকে এখানে দুটি প্রশ্ন তুলে দিচ্ছি।

১) আপনি কি আল্লাহ বা স্রষ্টাকে বিশ্বাস করেন?
– এর জবাবে, ৯৯.১% মানুষ বলেছে ‘হ্যাঁ’। ০.৫% মানুষ বলেছে ‘না’, এবং ০.৪% মানুষ বলেছে ‘জানি না’।

২) আপনি কি মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করেন?
– এর জবাবে, মাত্র ৫৩.৮% মানুষ বলেছে ‘হ্যাঁ’। বাকি ৪২.৩% মানুষ বলেছে ‘না’, এবং ৩.৯% মানুষ বলেছে ‘জানি না’।

অর্থাৎ, ৯৯.১% মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে ৪২.৩% মানুষ আখিরাতকে বিশ্বাস করেন না।

হতে পারে জরিপে ভুল এসেছে। কিন্তু, আসলেই এমন অনেক মানুষ আছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়েন, আবার আখিরাতের কথা ভুলে গিয়ে জেনে-শুনে দুর্নীতি ও অন্যায় করেন।

16 April, 2019, 11:49 AM

আরো পোস্ট