মানুষকে ভালো বানানোর জন্যে মানুষের চিন্তার পরিবর্তন ঘটানো প্রয়োজন
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই যেমন দেশের সব মানুষ আওয়ামীলীগ হয়ে যায় না, তেমন ইসলামী দল ক্ষমতায় আসলেও দেশের সব মানুষ ভালো হয়ে যাবে না। ক্ষমতা মানুষকে সর্বোচ্চ মুনাফেক বানাতে পারে, মুমিন নয়।
ইসলামী রাজনীতির সাথে অন্য রাজনীতির পার্থক্য হলো, ইসলামী রাজনীতিতে ভালোবাসা থাকে ক্ষমতার ঊর্ধ্বে, আর অন্য রাজনীতিতে ক্ষমতা থাকে ভালোবাসার ঊর্ধ্বে।
উদাহরণ স্বরূপ আমাদের মা-বাবাকে লক্ষ্য করুন। তাঁরা আমাদের যতই শাসন করুক না কেনো, তাঁদের ভালোবাসা থাকে শাসনের ঊর্ধ্বে। তেমনি ইসলামী রাজনীতির কাজ হলো দেশের সব মানুষকে ভালোবাসা। ভালোবাসার জন্যেই মাঝে মাঝে হয়তো শাসন করতে হয়, কিন্তু, শাসন কখনোই ভালোবাসার ঊর্ধ্বে যেতে পারে না।
যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চান, তাঁরা মূলত ভালোবাসাহীন ক্ষমতা দিয়ে দেশের সব মানুষকে ভালো বানিয়ে ফেলতে চান। কিন্তু এটা অসম্ভব। কেবল ক্ষমতা দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না। মানুষকে পরিবর্তন করতে হয় ভালোবাসা দিয়ে। আর, কাউকে ভালোবাসার জন্যে ক্ষমতার প্রয়োজন হয় না।
[২]
যারা তুরস্ক থেকে ইসলামী রাজনীতি শিখতে চায়, তাঁদের কেউ কেউ মনে করেন, এরবাকান বা এরদোয়ানের কারণেই সম্ভবত তুরস্কে ইসলামী রাজনীতির চর্চা হচ্ছে। আসলে এ চিন্তাটা সঠিক নয়। কামাল আতাতুর্কের সময় থেকে তুরস্কের মানুষকে ইসলামপ্রেমী করার জন্যে অসংখ্য লেখক, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সূফী-সাধকের অবদান রয়েছে।
উদাহরণ স্বরূপ একটা ওয়েব সাইটের কথা বলছি – (http://www.idp.org.tr)। ১৯০৮ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত তুরস্কের ইসলাম নিয়ে যত একাডেমিক লেখা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ছাপা হয়েছে, তার অধিকাংশ লেখা এ ওয়েব সাইটে পাওয়া যায়। অর্থাৎ, ১০৩টি পত্রিকা ও ম্যাগাজিনের ৭৭৪৪টি সংখ্যা এখানে রয়েছে। এবং ১২৪৩৯ জন লেখকের ১ লক্ষ ৩০ হাজার ৭৫টি লেখা এই ওয়েব সাইটে রয়েছে।
তাহলে আমরা কি বুঝলাম? তুরস্কে এরবাকান বা এরদোয়ানকে ক্ষমতায় আনার জন্যে লক্ষাধিক একাডেমিক লেখা দিয়ে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন করা হয়েছে। তারপর, আজকের এই ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি।
বাংলাদেশের যারা তুরস্ক থেকে ইসলামী রাজনীতি শিখতে চায়, তাদের কাজ কেবল ফেইসবুকে এরবাকান বা এরদোয়ানকে নিয়ে তর্ক করা নয়। বরং, এ সময়ের কাজ হলো, বাংলাদেশে ইসলামী কোনো দলকে ক্ষমতায় আনার জন্যে একটি একাডেমিক ক্ষেত্র তৈরি করা, এবং ধীরে ধীরে মানুষের চিন্তার পরিবর্তন করা।
অর্থাৎ, ক্ষমতা দিয়ে মানুষকে ভালো বানানো যায় না, সর্বোচ্চ মুনাফিক বানানো যায়। মানুষকে ভালো বানানোর জন্যে মানুষের চিন্তার পরিবর্তন ঘটানো প্রয়োজন।
3 May 2018 at 13:54 ·