ড খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কি রাজতন্ত্রপন্থী নাকি গণতন্ত্রপন্থী?
বাংলাদেশের সালাফী আলেমদের থেকে ড আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার অনেক ভিন্ন ছিলেন। সালাফী আলেমরা সাধারণত সৌদি আরবের রাজতন্ত্রকে সমর্থন করেন, কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার সেটাকে স্বৈরতন্ত্র মনে করতেন।
আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতে, রাজনীতিতে দুটি তন্ত্র আছে। একটা হলো স্বৈর বা রাজতন্ত্র। অন্যটি হলো গণতন্ত্র। ইসলাম রাজতন্ত্র বা স্বৈরতন্ত্রের বিরোধী, কিন্তু গণতন্ত্রের সবচেয়ে নিকটবর্তী।
স্যার বলেন –
“ইসলাম যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছে, এটা গণতন্ত্রের কাছাকাছি, তবে প্রচলিত গণতন্ত্রের সাথে শতভাগ মিল নেই। তন্ত্র দুটি। গণতন্ত্র ও স্বৈরতন্ত্র। এ ছাড়া আর কোনো তন্ত্র আমার জানা নেই। অর্থাৎ, হয় জনগণের পরামর্শের ভিত্তিতে শাসন চলবে, অথবা যে রাজা হবে, সে একা সব করবে। এক্ষেত্রে স্বৈরতন্ত্রের চেয়ে গণতন্ত্র ভালো।
ইসলাম যে নির্দেশ গুলো দিয়েছে, যেমন আমানত, ইনসাফ, আদালত, দুর্নীতিমুক্ত হওয়া – এগুলো গণতান্ত্রিক পরিবেশে ভালো হয়। কাজেই ইসলাম স্বৈরতন্ত্রের বিরোধী। ইসলাম মূলত গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে, তবে পাশ্চাত্য গণতন্ত্রের সাথে কিছু মিল-অমিল রয়েছে।”
সূত্র