সুন্নাতুল্লাহ কি এবং কেন?
সুন্নাতুল্লাহ হলো আল্লাহর এমন কিছু নিয়ম, যা বিশ্বের সকল স্থানে, সব সময়, সবার জন্যে, সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ, নবী, রাসূল, মুমিন, মুসলিম, সাধারণ মানুষ, পশু, পাখি, গাছ, গাছালি, সাগর, নদী, পৃথিবী বা বিশ্বের সবার জন্যে সব সময় প্রযোজ্য ও অপরিবর্তনীয় নিয়মগুলোই হলো সুন্নাতুল্লাহ বা আল্লাহ রীতিনীতি।
পৃথিবীতে যে জাতি যতবেশি সুন্নাতুল্লাহ জানতে পারে, সে জাতি পৃথিবীতে ততবেশি সম্মানিত হতে পারে।
বর্তমান মুসলিমদের পিছিয়ে পড়ার একমাত্র কারণ, তারা সুন্নাতুল্লাহ সম্পর্কে একেবারেই আরবের জাহেল বা অজ্ঞদের মত আচরন করে। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সুন্নাতুল্লাহকে না জেনে, আমরা সারা জীবন যতই ‘ধর্ম-ধর্ম’ করি না কোনো, ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না।
[বিস্তারিত দেখুন, আল কোর’আন, ৪০: ৮৫, ১৭: ৭৭, ৩৩: ৬২, ৪৮: ২৩, ৪০: ৮, ৩৩: ৩৮, ৪২: ১৩, ৫: ৪৮]
May 29, 2017 at 2:56 PM ·