কারো ভালোবাসা পেতে কী করা প্রয়োজন?

মানুষ তাকেই ভালোবাসে, যার কাছে নিজের চরিত্রগুলো দেখতে পায়। যেমন, ইয়াকুব আ. ইউসুফ আ.-কে বেশি ভালোবাসতেন, কারণ ইউসুফের কাছে ইয়াকুবের চরিত্রগুলো ছিলো। ইয়াকুব আ নিজেকে দেখতে পেতেন ইউসুফ আ এর মাঝে।

তেমনি, আল্লাহ তায়ালা তাদেরকে ততবেশি ভালোবাসেন, যাদের মাঝে আল্লাহর গুণ যত বেশি রয়েছে। এ জন্যে আল্লাহ বলেছেন, “আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারে?আমরা তাঁরই এবাদত করি।” [ সুরা বাকারা ২:১৩৮ ]

আমরা যদি কারো ভালোবাসা পেতে চাই, তাহলে নিজেকে তাঁর গুনে সাজিয়ে নিতে হবে।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক