|

মাওলানা মওদূদী ও ইবনে খালদুনের পার্থক্য কী

ইসলামি রাষ্ট্রের সংজ্ঞা একেক দলের কাছে একেক রকম। পাকিস্তান গঠনের সময়ে মুসলিম লীগ যেটাকে ইসলামি রাষ্ট্র বলতেন, সেটাকে মাওলানা মওদুদী ইসলামি রাষ্ট্র বলতেন না। মাওলানা মওদুদী ইসলামি রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন,

“ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো, জাতীয়তাবাদের নাম গন্ধও এখানে সম্পূর্ণ অনুপস্থিত। এ জিনিসটিই ইসলামী রাষ্ট্রকে অন্য সব ধরণের রাষ্ট্র থেকে স্বাতন্ত্র্য দান করেছে। ” (ইসলামি রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে?, পৃষ্ঠা ৯)

মাওলানা মওদুদীর মতে, ইসলামি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো, সে-রাষ্ট্রে জাতীয়তার নাম-গন্ধও থাকবে না। অন্যদিকে সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের মতে, জাতীয়তাই রাষ্ট্র প্রতিষ্ঠার মূল উপাদান।

ইবনে খালদুন বলেন,

“আপনারা ধর্মীয় বিধি-নিষেধ প্রবর্তনের পক্ষপাতী এবং উক্ত ব্যাপারটি কিছুতেই আসাবিয়্যাহ ও জাতীয়তার প্রতাপ ছাড়া সম্ভব নয়। আর আসাবিয়্যাহ তার স্বাভাবিক পরিণতিতে রাষ্ট্রে রূপান্তরিত হয়।”
(কোরায়শী, ১ম খণ্ড, ৩৫৫)। বিস্তারিত দেখুন https://jobayerbd.wordpress.com/2020/06/09/is-islam-and-nationalism-the-opposite-of-each-other/

মোদ্দা কথা হলো, মাওলানা মওদুদীর ইসলামি রাষ্ট্রের ধারণাটির সাথে মুসলিম লীগের বা আমাদের ক্লাসিক্যাল স্কলারদের ইসলামি রাষ্ট্রের ধারণার সাথে যায় না। মাওলানা মওদুদীর ইসলামি রাষ্ট্রের ধারণাটি সম্পূর্ণ নতুন ও কোলিনী পরবর্তী একটি আবিষ্কার।

আরো পোস্ট