| |

ডিভাইন সিক্রেট বা সত্য লাভ করার উপায়।

গৌতম ছিলেন বিশাল ধন-সম্পদ ও অট্টালিকার মালিক। কিন্তু, তিনি তার সম্পদ দিয়ে সত্য খুঁজে পাননি। তাই চলে গেলেন বাগানে, ‘বোধি’ গাছের নিছে। সত্য পেয়ে ফিরে আসলেন ‘গৌতম বুদ্ধ’ হয়ে। আর, ঐ বোধি গাছটির নাম হয়ে গেল – ‘জ্ঞানের গাছ’।

নিউটন ছিলেন বিশাল লাইব্রেরী ও জ্ঞানের মালিক। কিন্তু, তিনি তার জ্ঞান দিয়ে সত্য খুঁজে পাননি। তাই চলে গেলেন বাগানে, ‘আপেল’ গাছের নিছে। সত্য পেয়ে ফিরে আসলেন ‘বিজ্ঞানী নিউটন’ হয়ে। আর, ঐ আপেল গাছটি হয়ে গেল – ‘বিজ্ঞানের প্রতীক’।

বোধি গাছ বা আপেল গাছ, সবি আল্লাহর নিদর্শন। সত্য পেতে হলে আল্লাহ তায়ালার এসব নিদর্শনের কাছাকাছি যেতে হয়, এবং তাকে ভালোভাবে বুঝতে হয়। কেবল অর্থ-সম্পদ ও জ্ঞানের উপর ভর করে সত্য পাওয়া যায় না।

প্রশ্ন হলো, আমরা কিভাবে আল্লাহর নিদর্শনগুলো বুঝতে পারব?

দুই ভাবে।

এক – সরাসরি কোর’আন থেকে আল্লাহর নিদর্শনাবলী গবেষণা করার মাধ্যমে। যেমন আল্লাহ বলেছেন –

المر تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَالَّذِي أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ الْحَقُّ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ

“আলিফ-লাম-মীম-রা। এগুলো কোর’আনের আয়াত বা নিদর্শন। তোমার পালনকর্তার পক্ষ থেকে যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, তা সত্য। কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না।” [সূরা ১৩/রাদ – ১]

দুই – এই পৃথিবীতে ও মহাবিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী সরাসরি গবেষণা করার মাধ্যমে।

وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ

“বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে।” [সূরা ৫১/যারিয়াত – ২০]

তবে, শর্ত হলো বিশ্বাস থাকতে হবে। অবিশ্বাসীরা আল্লাহর কোর’আন পড়লেও যেমন মহাসত্য উপলব্ধি করতে পারে না, ঠিক একইভাবে তারা এ মহাবিশ্বের নিদর্শনাবলী থেকেও কোনো ধরণের ‘ডিভাইন সিক্রেট’ আবিষ্কার করতে পারে না।

গৌতম ও নিউটন উভয়ে মহাবিশ্বকে সরাসরি পর্যবেক্ষণ করে আল্লাহর ‘ডিভাইন সিক্রেট’ বা সত্য লাভ করতে পেরেছিলেন। কারণ, তারা উভয়ে ছিলেন বিশ্বাসী।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক