উসমানী খেলাফতের সাথে তুরস্কের পার্থক্য আছে?

উসমানী খেলাফতের সাথে কী বর্তমান তুরস্কের কোনও পার্থক্য আছে?

এরদোয়ানের মতে পার্থক্য নাই।

সুলতান আবদুল হামিদ খানের মৃত্যু শতবার্ষিকীতে এরদোয়ান বলেন, “আমরা ওসমানী সাম্রাজ্য ও প্রজাতন্ত্র তুরস্ককে পরস্পরবিরোধী হিসেবে না দেখি। প্রজাতন্ত্র তুরস্ক ওসমানী সাম্রাজ্যের ধারাবাহিকতা।”

মূল:
Osmanlı ile Cumhuriyeti birbirinin zıttı görmeyelim. Cumhuriyet Osmanlı’nın devamıdır.

এরদোয়ানের বক্তব্য অনুযায়ী তুরস্ক এখনো খেলাফতের মধ্যেই আছে।

আপনিও কি তাই মনে করেন? মনে না করলে কেন উসমানি খেলাফতকে বর্তমান তুরস্ক থেকে ভিন্ন মনে করেন?

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক