ধর্মের অহংকার
সব ধরণের আলেম-ওলামা, পীর-বুজুর্গ বা শায়েখ-স্কলারদের কথা শুনতে আমার ভালো লাগে।
কিন্তু,
কিছু কিছু পীর বা হুজুর এমনভাবে কথা বলেন, শুনে মনে হয়, সম্পূর্ণ জান্নাত তাঁর হাতের তালুর উপর। তিনি ইচ্ছা করলেই জান্নাতকে উল্টা-পাল্টা করে দিতে পারেন।
.
কিছু কিছু মাদানি শায়েখ বা স্কলার এমনভাবে কথা বলেন, শুনে মনে হয়, তিনি জান্নাতের দারগা। তাঁর কথা না শুনলে তিনি আপনাকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না।
.
কিছু কিছু ইসলামী রাজনীতিবিদ এমনভাবে কথা বলেন, শুনে মনে হয়, তিনি পৃথিবীতে না থাকলে এ পৃথিবী থেকে ইসলাম চিরতরে মুছে যেত।
এবং,
কিছু কিছু আলেম এমনভাবে কথা বলেন, শুনে মনে হয়, তিনি সাধারণ মানুষের কাছে জ্ঞান বিক্রি করার জন্যে জ্ঞান অর্জন করেছেন। সাধারণ মানুষ যদি তাঁর থেকে জ্ঞান ক্রয় না করে, তাহলে তিনি রাগে ও ক্ষোভে খুবই ক্ষিপ্ত হয়ে যান।
অবশ্য, সবাই এমন না। কারণ, অনেকেই আল্লাহর এ আয়াতটি মেনে চলেন –
فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
“তোমরা নিজে নিজের আত্মপ্রশংসা করো না, (বা নিজেকে নিজে নির্দোষ দাবী করো না) । তিনি ভাল জানেন, কে তাঁকে ভয় করে। [সূরা ৫৩/নাজম – ৩২]
______
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবং ধর্মীয় অহংকার থেকে মুক্ত হতে সাহায্য করুন।