সুখ
রহিমা চাচীকে বলি, সুখ কি?
বলে, হাঁস আছে, মুরগি আছে, গরু আছে দুটি,
আমার বাবা সুখের অভাব কি।
শহরের মিথিলাকে বলি, সুখ কি?
বলে, আত্মহত্যা ছাড়া সুখ আবার কি।
ওরা সুখের সন্ধানে পড়ি দেয়
কত সাগর, কত নদী
দেশ, বিদেশ কত কি।
গ্রামের রহিমা চাচী,
হাঁসটা ঘরে ফিরলেই সুখী।