ন্যায় কি অন্যায়?

রূমি ছিলেন প্রেমের কবি।

তাঁকে বলা হলো – ন্যায় কি?
বললেন – গাছে পানি দেওয়া।

বলা হলো – অন্যায় কি?
বললেন – গাছের কাঁটায় পানি দেওয়া।
_____

হে ‘বন্ধু’ দেশ!
শোকের মাসে আমাদের কন্নায়
চোখের পানি ভেসে যায় বন্যায়
এ তোমার ন্যায় কি অন্যায়?

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক