ছদ্মনাম ব্যবহারের উপকারিতা

ছদ্মনাম ব্যবহার করার কিছু উপকারিতা।

১। সোশ্যাল মিডিয়ায় ছদ্মনাম ব্যবহার করলে অনেক স্বাধীনতা অর্জন করা যায়। মনে যা চায়, তাই করা যায়। যেমন, কাউকে গালাগালি করা, হুমকি দেয়া, বা অশ্লীলতার চর্চা সহ সবকিছুই খুব সহজে ও স্বাধীনভাবে করা যায়।

২। ছদ্মনামে অনেক ‘ধর্মযুদ্ধ’ করা যায়। যেমন, হিন্দুরা মুসলিমদের ছদ্মনাম নিয়ে কিংবা মুসলিমরা হিন্দুদের ছদ্মনাম নিয়ে একে অপরকে শক্তিশালী গালাগালির অস্ত্র দিয়ে ধরাশায়ী করে ফেলতে পারে।

৩। ছদ্মনামের মানুষেরা অনেক বেশি ধার্মিক হতে পারে। কেউ ব্যক্তিজীবনে পরিচিত মানুষদের কাছে যত খারাপ-ই হোক না কেনো, তিনি ছদ্মনামে সোশ্যাল মিডিয়ায় এসে অন্যদের তাকওয়া নিয়ে প্রশ্ন করতে পারেন। অন্যদের ভুল ধরা, অন্যদেরকে উপদেশ দেয়া, এবং গালাগালি করার ক্ষেত্রে ছদ্মনাম খুবই উপকারী।

৪। ছদ্মনামে অনেক রাজনীতি করা যায়। নিয়মিত ও যথেষ্ট গালাগালি করার মাধ্যমে যে কোনো স্বৈরশাসককে খুব সহজে উৎখাত করে দেয়া সম্ভব।

৫। ছদ্মনামে প্রচুর ‘জিহাদ’ করা যায়। নিজের প্রকৃত নামে সোশ্যাল মিডিয়ায় আসার সাহস না থাকলেও কাফেরদেরকে বোমা মেরে উড়িয়ে দেয়ার সাহস কিন্তু তাঁদের ঠিকই থাকে।

এ ছাড়াও ছদ্মনামের আরো হাজার হাজার গোপনীয় উপকারিতা রয়েছে।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক