আল্লাহকে আমরা কেন দেখতে পারি না?
আমরা যত বস্তু বা যা কিছু দেখি, সব কিছু আসলে রঙ। আলো এসে বিভিন্ন বস্তুর উপর পড়লে, সে বস্তুটি যে রঙ ধারণ করে, আমরা সে রং দেখেই বস্তুটিকে বুঝতে পারি। আলো না থাকলে কোনো বস্তু তার রং ধারণ করতে পারে না, ফলে অন্ধকারে আমরা কোনো বস্তু দেখতে পারি না। অর্থাৎ, একটি বস্তুর অস্তিত্ব থাকা সত্ত্বেও আলোর অভাবে আমরা সেই বস্তুটিকে দেখতে পারি না।
এখন, আল্লাহকে যদি আমরা দেখতে হয়, তাহলে আল্লাহর উপর আলো এসে পড়তে হবে, এবং আল্লাহকে একটি রঙ ধারণ করতে হবে। অর্থাৎ, আমরা আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে সূর্যের সাহায্য নিতে হবে। অথচ, আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টির মুখাপেক্ষী নন এবং তিনি তাঁর কোনো সৃষ্টির মতো নন।
যেহেতু আল্লাহ তায়ালা কারো মুখাপেক্ষী নন, সেহেতু তিনি তাঁর অস্তিত্বের জানান দেয়ার জন্যে অবশ্যই সূর্যের সাহায্য নিবেন না। এবং যেহেতু আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টির মতো নন, সেহেতু আল্লাহ তায়ালা তাঁর নিজের জন্যে কোনো রঙ বা কালারও ধারণ করবেন না। আর, এ কারণেই আল্লাহ তায়ালার অস্তিত্ব থাকা সত্ত্বেও আমরা তাঁকে দেখতে পারি না।
১৮/১২/২০১৮