তুরস্কে শিশু দিবস

আজকে শিশু দিবসের কারণে তুরস্কে ছুটির দিন ছিলো।

বাংলাদেশের শিশু দিবসের সাথে তুরস্কের দিবসের অনেক পার্থক্য রয়েছে।

১) বিশ্বের প্রথম শিশু দিবস উদযাপন হয় তুরস্কে। তুরস্কের জাতির পিতা মোস্তাফা কামাল ১৯২০ সালের ২৩ এপ্রিল প্রথম এ দিবসটি শুরু করেন। এরপর বিশ্বের বিভিন্ন দেশে শিশু দিবস পালন করা শুরু হয়। তার ধারাবাহিকতায়, ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম শিশু দিবস চালু করা হয়।

২) তুরস্কে যেদিন সংসদ ভবন প্রথম চালু করা হয়েছিলো, এবং যেদিন জনগণ প্রথম নিজেদের সার্বভৌমত্ব ঘোষণা করেছিলো, সেদিনকে তারা শিশু দিবস হিসাবে উদযাপন করে। কিন্তু বাংলাদেশে যেদিন জাতীর জনক জন্মগ্রহণ করেছিলেন, সে দিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয়।

৩) তুরস্কের জাতীর জনক এ উদ্দেশে শিশু দিবস ঘোষণা করেছিলেন যে, আগামীদিনের শিশুরা যাতে তুর্কি জাতির নেতৃত্ব গ্রহণ করতে পারে। তিনি সত্যিকারভাবে শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই এই দিনটিকে শিশু দিবস ঘোষণা করেছিলেন। কিন্তু বাংলাদেশে শিশু দিবস পালন করা হয় রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে। অর্থাৎ, শিশুরা যাতে জাতীর জনককে ভুলে না যায়, তাই তাঁর জন্মদিনে শিশু দিবস পালন করা হয়।

৪) তুরস্কে শিশু দিবস পালন করার জন্যে তুরস্কের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান, এবং বিমান বাহিনীর প্রধান সহ সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা তাদের নিজেদের দায়িত্ব একজন শিশুর হাতে তুলে দেন। শিশুরা এতে আগামী দিনের নেতা ও দায়িত্বশীল হবার স্বপ্ন দেখতে পারে। কিন্তু বাংলাদেশে শিশুদেরকে এমন কোনো সুযোগ দেয়া হয় না। বাংলাদেশে শিশু দিবস পালন করার জন্যে বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে শেখ মুজিবের জীবনী এবং পুরানো দিনের কাল্পনিক গল্পগুলো শিশুদের শুনানো হয়।

৫) তুরস্কের শিশু দিবসে শিশুরা হয় বক্তা, আর বড়রা হয় শ্রোতা। বাংলাদেশের শিশু দিবসে বড়রা হয় বক্তা, আর শিশুরা হয় শ্রোতা।

৬) আজকে এরদোয়ান তাঁর মন্ত্রীসভায় নিজের চেয়ারটি যখন একটি শিশুকে ছেড়ে দিয়েছিলেন, তখন ঐ শিশুটিকে সাংবাদিকরা প্রেসিডেন্টের মর্যাদা দিয়েই বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেছিলেন। এবং শিশু মন্ত্রীরাও শিশু রাষ্ট্রপতিকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। কমেন্টে কিছু ভিডিও লিংক দিচ্ছি, দেখুন। এমন অনুষ্ঠানগুলো শিশুদের স্বপ্ন নির্মাণে বিশাল সাহায্য করে।

৭) তুরস্কের শিশু দিবসের উদ্দেশ্য হলো শিশুদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া। আর, বাংলাদেশের শিশু দিবসের উদ্দেশ্য হলো শিশুদেরকে অতীতের দিকে নিয়ে যাওয়া।

23 April 2018 at 19:07 

আরো পোস্ট