|

বাংলাদেশে কেন ভালো আলেম নেই?

বাংলাদেশে ভালো আলেম আছে কি নেই, সে বিতর্কের আগে আরো কিছু প্রশ্নের জবার দেয়া জরুরি।

১) আরবি, ফার্সি, ইংরেজি বা তার্কি ভাষায় বই লেখা শুরু হয়েছে কবে? আর বাংলা ভাষায় বই লেখা শুরু হয়েছে কবে?

২) বাংলা ভাষা চর্চা করার মতো পরিস্থিতি মোগল আমলে, ব্রিটিশ আমলে, ভারতীয় সময়ে, পাকিস্তানের সময়ে কতটুকু ছিলো?

৩) বিশ্বের অন্যান্য দেশে বিশ্ববিদ্যালয় কখন তৈরি হলো, আর বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কখন তৈরি হলো?

৪) বাংলা ভাষায় স্কলার নেই, এটা কি কেবল আলেমদের সমস্যা? নাকি বাংলা ভাষায় জ্ঞানের সকল শাখায় একই সমস্যা বিদ্যমান?

৫) আন্তর্জাতিক মানের সমাজবিজ্ঞানী কি আমাদের আছে? আন্তর্জাতিক মানের রাজনীতিবিদ কি আমাদের আছে? আন্তর্জাতিক মানের বিজ্ঞানী কি আমাদের আছে? যদি না থাকে তাহলে একক আলেমদের দোষ দেয়াটা কতটুকু যৌক্তিক হবে?

আরো পোস্ট