| | |

‘মার্কেট মডেল’ না ‘মসজিদ মডেল’? কোনটা ফলো করছি আমরা?

ইসলামী দলগুলো বর্তমানে অনুসরণ করছে মার্কেট মডেল, অথচ তাদের অনুসরণ করার দরকার ছিলো মসজিদ মডেল।

এখানে ‘মার্কেট মডেল’ ও ‘মসজিদ মডেল’ বলে আমি যা বুঝেতে চেয়েছি, তা হলো এমন:

১) একটি গ্রাম বা শহরেও যেমন অনেক মসজিদ থাকে, তেমনি মার্কেটে অনেক দোকান থাকে।

২) মসজিদগুলো একে অপরকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে না। কিন্তু মার্কেটে একটি দোকান একই ধরনের অন্য দোকানকে প্রতিদ্বন্দ্বী মনে করে।

৩) দোকানের মালিক তার কাস্টমারকে অন্য দোকানে যেতে দেয় না। কিন্তু এক মসজিদে নামাজ না পড়ে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়াকে কেউ খারাপভাবে দেখে না।

৪) প্রত্যেক দোকানে নিজের পণ্যকে সেরা পণ্য হিসাবে দেখানোর চেষ্টা করে। কিন্তু কোনো মসজিদ অন্য মসজিদ থেকে সেরা প্রমাণের চেষ্টা করে না।

৫) দোকানে দুনিয়াবি স্বার্থ থাকে, কিন্তু মসজিদে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে মানুষ যায়।

এবার আমাদের দেশের ইসলামী দলগুলোর সাথে মিলিয়ে নিন। তারা কি মার্কেটের মডেল ফলো করে? নাকি মসজিদের মডেল? বাংলাদেশের কয়টা দল মসজিদের মডেল ফলো করে?

যাই হোক এবার আসল কথায় আসি। ইসলামী সভ্যতার কেন্দ্র হলো মসজিদ, আর পশ্চিমা সভ্যতার কেন্দ্র হলো মার্কেট। মসজিদ থেকে আমাদের মাদানিয়াত বা সভ্যতা হয়েছে। আর পশ্চিমে সিটি থেকে সিটিজেন হয়েছে।

ইসলামী দলগুলো যদি তাদের “মার্কেট মডেল”টা ফেলে দিয়ে “মসজিদ মডেল”টা গ্রহণ করে, তখনি আবার মুসলিমরা সভ্যতা নির্মাণ করতে পারবে।

আরো পোস্ট