অন্য যে কোনো বিষয়ে বিতর্কের চেয়ে ইসলাম নিয়ে বিতর্ক অনেক পছন্দ হয় আমার

মনে করুন, দু’দল বিতর্ক করছে…

সাদা দল বিতর্ক করছে তারাবীহর রাকাত নিয়ে। ৮ রাকাত না ২০ রাকাত?
নীল দল বিতর্ক করছে ক্রিকেট নিয়ে। কে ভালো খেলে; বাংলাদেশ না ভারত?

প্রশ্ন হল, আপনি কোন দলকে তুলনামূলক ভালো মনে করবেন? সাদা-দল না নীল-দলকে?

ছোট ভাইকে প্রশ্ন করেছিলাম। বলেছে, সে নীল দলকে সমর্থন করবে। কারণ, ধর্ম নিয়ে বিতর্ক করা ভালো না।

হ্যাঁ। সে হয়তো ঠিক বলেছে। যে কোনো বিষয়ে বিতর্ক করার চেয়ে আলোচনা করা ভালো।

কিন্তু, বিষয়টি ভিন্নভাবেও দেখা যায়। সাদা দলকে তুলনামূলক ভালো মনে হয় আমার। তারাবীহর রাকাত বা ইসলামের কোনো বিষয় নিয়ে যারা বিতর্ক করেন, তাদেরকে অন্য যে কোনো বিতার্কিকের চেয়ে বেশিই পছন্দ হয়।

নিজের অভিজ্ঞতায় দেখেছি, যারা কোনো একসময় ইসলামের ক্ষুদ্র-ক্ষুদ্রবিষয়গুলো নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন, তারাই পরবর্তীতে ইসলাম বিষয়ে অন্যদের চেয়ে অনেক বেশি জানেন। বিতর্কে জয়ী হবার জন্যে তারা কোর‘আন-হাদিস থেকে বিভিন্ন দলীল বের করতে চেষ্টা করেন; সাথে সাথে অন্য অনেক বিষয় তাদের জানা হয়ে যায়। এক পর্যায়ে হয়তো এসব বিতর্ক থেকে তারা সরেও আসেন।

আর যারা বিতর্কের ভয়ে ইসলাম বিষয়ে কোনো কথা-ই বলেন না, কিন্তু অন্য যে কোনো বিষয়ে মস্তবড় বিতার্কিকের পরিচয় দিয়ে থাকেন, তারা সাধারণত ইসলাম বিষয়ে সারা জীবন অজ্ঞ-ই থেকে যান।

জ্ঞান অর্জনের জন্যে বিতর্ক অপরিহার্য নয়, বরং অধিকাংশ সময় জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু, অন্য যে কোনো বিষয়ে বিতর্কের চেয়ে ইসলাম নিয়ে বিতর্ক অনেক পছন্দ হয় আমার।

June 21, 2015 at 10:34 PM · 

আরো পোস্ট