তাবলীগ জামায়াত কি একটি ইসলামী আন্দোলন?
অনেকেই তাবলীগ জামায়াতকে একটি ইসলামি আন্দোলন মনে করেন না। অথচ, তাবলীগ জামায়াত হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি আন্দোলন। এর কারণ হলো, আন্দোলন শব্দের আরবি হলো حركة এবং ইংরেজি হলো movement । আরবি ও ইংরেজি অভিধানে আন্দোলন অর্থ বলা হয়েছে the act or process of changing a situation or event. অর্থাৎ, কোনো একটি অবস্থা পরিবর্তনের জন্যে একসাথে কাজ করাটাকেই আন্দোলন বলে। তাবলীগের মূল উদ্দেশ্য হলো, অধার্মিক মুসলিমদেরকে ক্রমান্বয়ে ধার্মিক মুসলিমে পরিণত করা। এ উদ্দেশ্যে তারা সারা দেশে ঘুরে বেড়ায় বা আন্দোলন করে। সে অর্থে তাবলীগ জামায়াত এ দেশের সবচেয়ে বড় ইসলামি আন্দোলন।