স্বাধীনতা, বিশৃঙ্খলা ও ফ্যাসিজম
স্বাধীনতা: ফাঁকা রাস্তায়, ট্রাফিকের নিয়ম মেনে ইচ্ছামতো গন্তব্যে পৌঁছানো হলো স্বাধীনতা।
বিশৃঙ্খলা: ট্রাফিকের নিয়ম অমান্য করে, যে দিকে খুশি সে দিকে গাড়ি চালানো হলো বিশৃঙ্খলা।
ফ্যাসিজম: অন্য গাড়িকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে নিজের পথ তৈরি করা হলো ফ্যাসিজম।