| |

হৃদয় ও মস্তিষ্কের সম্পর্ক

এক

মানুষের ব্রেইন পাঁচটি অঙ্গের উপর নির্ভরশীল। নাক, চামড়া, চোখ, কান ও হৃদয়।

ব্রেইনকে সবচেয়ে কম প্রভাবিত করে নাক, এরপর চামড়া, এরপর চোখ, এরপর কান। আর, ব্রেইনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে হৃদয়।

অন্যদিকে, নাক নির্ভর করে চোখের উপর, চোখ নির্ভর করে কানের উপর, এবং কান নির্ভর করে হৃদয়ের উপর।

তাই, ব্রেইনের কর্তা হলো হৃদয়।

মানুষের ব্রেইন দ্বারা হৃদয়ের কাঠামো ও কার্যক্রমকে পরিবর্তন করা যায় না। কিন্তু হৃদয় দ্বারা ব্রেইনের কাঠামো ও কার্যক্রমকে পরিবর্তন করা যায়।

হৃদয়ের দ্বারা ব্রেইনকে ভালোভাবে প্রভাবিত করার জন্য ব্রেইনের গঠন কাঠামো ও কার্যপদ্ধতি ভালোভাবে জানা প্রয়োজন।

আরো পোস্ট

One Comment

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক